অনন্তর বোঝা গেল, সমস্তই সুকর্মের ফল।
স্বোপার্জিত সমস্ত উপাধি
আমাকে বহন করে যেতে হবে
আজীবন-- স্মিত, অনর্গল।
তারপরও -- পারা গেলে -- মোটামুটি বেঁচে থাকা ভালো।
কে জানে, হঠাৎ-ঝড়ে খুলে যাবে হয়ত জানালা--
অপেক্ষার পাখি এসে ছুঁয়ে যাবে সরল সকাল।
তার জন্য সারা রাত তিল তিল করে জেগে থাকা--
তার জন্য সারা দিন বয়ে যাওয়া আপন সমাধি।
বাকিটুকু নজরানা-- বাকিটুকু নয়নের জল।
প-৬১/এ রাবি: ৭ই মে ২০০৯
ব্লগ সংরক্ষাণাগার
বৃহস্পতিবার, ৭ মে, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন