ব্লগ সংরক্ষাণাগার

বুধবার, ১৩ মে, ২০০৯

তালেবান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, বলশেভিক-পন্থা: আমাদের কর্তব্য

ফেসবুকে মাহবুব মোর্শেদ তালেবান ইত্যাদি নিয়ে তাঁর এক নোটে
আমাকে ট্যাগ করার উসিলায় কয়েকটা কথা 'মন্তব্য' আকারে পেশ করেছিলাম।
এখানে টুকে রাখলাম। চমৎকার প্রশ্ন তোলার জন্য মাহবুব মোর্শেদকে ধন্যবাদ জানাই।

তালেবান এবং মার্কিন সাম্রাজ্যবাদী সেনাবাহিনী উভয়ই মানবজাতির দুশমন। ভয়াবহ দুই পাপের মধ্যে কোনটা 'উত্তম পাপ', এই প্রশ্নটাই একটা সুবিধাবাদী প্রশ্ন। 'উত্তম পাপ'-এর সাথে আঁতাত-আত্মীয়তা পাতানো কি জায়েজ? আর এই আত্মীয়তা পাতানোর ইচ্ছা যাঁদের আসলেই নাই, তাঁরাও যখন এই প্রশ্নটাকে প্রত্যক্ষে/পরোক্ষে গুরুত্ব দেন (এরকম যদি কেউ আদৌ থেকে থাকেন), তখন তাঁরা প্রতারিত হয়েছেন মনে করা ছাড়া অন্য কিছু ভাবা কঠিন। উভয়ের বিরুদ্ধে পাকিস্তানের মানুষ দাঁড়াতে পারছেন কিনা সেইটাই বড় প্রশ্ন।

আর আমাদের দেশে এই দুই দুশমনের হাত থেকে আমরা বাঁচব কীভাবে, সেটা আরো বড় প্রশ্ন। ব্যাপক গণ পর্যায়ে, সারা দেশ জুড়ে, প্রকৃত স্বাধীনতা ও সমাজতন্ত্রের চিন্তাচেতনা, সংগঠন এবং
(রাজনৈতিক নয়) সামাজিক আন্দোলন খুব দ্রুত গড়ে তোলার কাজে নামতে হবে। এরকম কাজ সম্পাদন করার মতো পরিস্থিতি আমাদের দেশে পূর্ণ মাত্রায় বিরাজমান। তবে এ কাজ সুশীল-সামরিক-রাজনৈতিক "শাসক-দল"সমূহকে দিয়ে কিংবা বলশেভিক-বামপন্থা দিয়ে আদায় করা যাবে না। বলশেভিক-পন্থা, তালেবান-পন্থা ও মার্কিন-পন্থার সবগুলোকে পরিহার করে আমাদের বামপন্থী দলগুলো যদি সত্যিকার সমাজতান্ত্রিক দল হিসেবে নিজেদের ঐতিহাসিক নবায়ন ঘটাতে পারেন, তাহলেই আমাদের জন্য সর্বতো মঙ্গল। নতুবা নৈরাজবাদ ওরফে মুক্তিপরায়ন সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে যাঁরা এখানে কাজ করছেন, তাঁদেরকেই এগিয়ে আসতে হবে কারো জন্য অপেক্ষা না-করে। সমূহ সর্বনাশ ধাঁই ধাঁই করে ধেয়ে আসছে। সংগঠন গড়ার কাজে আমাদেরকে নামতে হবে আজকেই।

পুঁজিবাদী/রাজতন্ত্রী/বলশেভিক/ফ্যাসিবাদী/তালেবান নির্বিশেষে পৃথিবীর সবদেশের সেনাবাহিনীর কাঠামো একই রকম। মাত্রায় যা কমবেশি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার সেনাবাহিনী বা রাষ্ট্র কি 'পাকিস্তানী' নিপীড়ক, হায়ারার্কিক্যাল আদল পরিত্যাগ করেছে। বলপ্রয়োগের যাবতীয় সংস্থার বিরুদ্ধেই আমাদরকে কথা বলতে হবে।


খুব তাড়াহুড়া করে বললাম। ভুল হলে কেউ ধরিয়ে দেবেন প্লিজ!

ফেসবুক: রাজশাহী: ১৩ই ফেব্রুয়ারি ২০০৯: http://www.facebook.com/note.php?note_id=76218347911

কোন মন্তব্য নেই: