ïbwQ RyZvi nvwmi kã,
k³ †g‡Sq cv‡qi kãÑ
†Zvgvi Avmvi cÖni wclwQ
ey‡Ki cv_‡i|
cv_i cyo‡Q, Mj‡Q| Mi‡g
ev®ú n‡”Q †Kvgj cy®úÑ
`yqv‡i weQv‡bv dz‡ji Kvgbv
wcó n‡”Q RyZvi Nlvq,
AjxK Av`‡i|
nvRvi kã nvRvi Aã A‡cÿgvb
gMœ †g‡Si wm_v‡b-wkq‡i,
¯Íä Zvivbv|
bvbvb R¨všÍ aŸwb †Zv‡j Zvj
K¬všÍ, gvZvj,
iæ× k¦v‡mi wb‡P I Dc‡i|
Mv‡bi mxgvbv
gb-ebv‡šÍ Qj‡K co‡Q:
ïK‡bv cvÎ, ﮋ mgq|
†Nvi em‡šÍ Rxe‡bi †Nvi
wSwKwgwK DQwjqv †``vi‡m
wgwj‡q hv‡”Q w`e¨ AgvqÑ
ey‡Ki evMv‡b, †Pv‡Li b~cy‡i|
G gb we‡fvi ...
†Kvb kãUv †Zvgvi cv‡qi?
ivwe: 17B dvêyb 1415/1jv gvP© 2009
স্তব্ধ তারানা
শুনছি জুতার হাসির শব্দ,
শক্ত মেঝেয় পায়ের শব্দ-
তোমার আসার প্রহর পিষছি
বুকের পাথরে।
পাথর পুড়ছে, গলছে। গরমে
বাষ্প হচ্ছে কোমল পুষ্প-
দুয়ারে বিছানো ফুলের কামনা
পিষ্ট হচ্ছে জুতার ঘষায়,
অলীক আদরে।
হাজার শব্দ হাজার অব্দ অপেক্ষমান
মগ্ন মেঝের সিথানে-শিয়রে,
স্তব্ধ তারানা।
নানান জ্যান্ত ধ্বনি তোলে তাল
ক্লান্ত, মাতাল,
রুদ্ধ শ্বাসের নিচে ও উপরে।
গানের সীমানা
মন-বনান্তে ছলকে পড়ছে:
শুকনো পাত্র, শুষ্ক সময়।
ঘোর বসন্তে জীবনের ঘোর
ঝিকিমিকি উছলিয়া দেদারসে
মিলিয়ে যাচ্ছে দিব্য অমায়-
বুকের বাগানে, চোখের নূপুরে।
মন বিভোর ...
কোন শব্দটা তোমার পায়ের?
রাবি: ১৭ই ফাল্গুন ১৪১৫/১লা মার্চ ২০০৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন