মানুষকে কেউ আটকে রাখতে পারে?
যারা আমাকে ভালোবাসে,
আমার অনুপস্থিতির অর্থ তারা বুঝবে।
বাজারের বিখ্যাত লোকেরা
আমাকে যেসব পদক ও মালায় ভূষিত করেছে_
আমাকে যারা ভালোবাসে,
তারা সেগুলোর মর্ম ঠিকই জানবে।
বিখ্যাতির এ দমবন্ধ কালেও ভালোবাসে যারা তারা জানে:
ভালোবাসার নরম স্মৃতি সন্তানে সঞ্চারণের জন্য
একটু একটু ক'রে জীবিত থাকার নাম ভালোবাসা।
সামান্য দু-চারটা অভিমান আর অলীক সঙ্গীত নিয়েও
যে অব্যর্থভাবে পার ক'রে দেওয়া যায় একটা জীবন_
আমাকে যারা ভালোবাসে তারা কি সে-কথা বুঝবে না?
আমার আর ভয় কীসের?
অতিশয় দুর্বিনীত যথাযোগ্য দণ্ডযুক্ত হ'লে
তারও তো কিছু প্রায়শ্চিত্ত ঘটে!
মানুষকে তাহলে ঠিক আটকে রাখা যাচ্ছে না, বল?
রাজশাহী: ২৮শে মাঘ ১৪১০/১০ই ফেব্রুয়ারি ২০০৪
যারা আমাকে ভালোবাসে,
আমার অনুপস্থিতির অর্থ তারা বুঝবে।
বাজারের বিখ্যাত লোকেরা
আমাকে যেসব পদক ও মালায় ভূষিত করেছে_
আমাকে যারা ভালোবাসে,
তারা সেগুলোর মর্ম ঠিকই জানবে।
বিখ্যাতির এ দমবন্ধ কালেও ভালোবাসে যারা তারা জানে:
ভালোবাসার নরম স্মৃতি সন্তানে সঞ্চারণের জন্য
একটু একটু ক'রে জীবিত থাকার নাম ভালোবাসা।
সামান্য দু-চারটা অভিমান আর অলীক সঙ্গীত নিয়েও
যে অব্যর্থভাবে পার ক'রে দেওয়া যায় একটা জীবন_
আমাকে যারা ভালোবাসে তারা কি সে-কথা বুঝবে না?
আমার আর ভয় কীসের?
অতিশয় দুর্বিনীত যথাযোগ্য দণ্ডযুক্ত হ'লে
তারও তো কিছু প্রায়শ্চিত্ত ঘটে!
মানুষকে তাহলে ঠিক আটকে রাখা যাচ্ছে না, বল?
রাজশাহী: ২৮শে মাঘ ১৪১০/১০ই ফেব্রুয়ারি ২০০৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন